নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লকডাউন পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যে এগিয়ে এল “মিশন ডেভলপমেন্ট ডুয়ার্স” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং ও জটেশ্বর ২ নং অঞ্চলের ৭০ জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে এগিয়ে আসে এই সংগঠনটি।
জানা যায়, এদিন সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মকাণ্ডটি অনুষ্ঠিত হয়। তবে এদিন ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত ঘুরে খেতে না পাওয়া মানুষ ও দুঃস্থদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন ওই সংগঠনের সদস্যরা।
আরও পড়ুনঃ বীরভূম জেলা পুলিশের মানবিক মুখ “মাতৃ স্নেহ” প্রকল্প
মূলত চাল, ডাল, আলু, সয়াবিন, সরিষার তেল,শাক সবজি সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তবে যতদিন লকডাউন চলবে, তারা বিভিন্ন জায়গায় দুঃস্থদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিলি করবেন বলে জানান সংগঠনের সদস্যরা।
যদিও এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক মৃন্ময় সরকার জানিয়েছেন, লকডাউন চলাকালীন তারা নিরলস ভাবে চেষ্টা করবেন এই দিন আনা দিন খাওয়া, দুঃস্থদের হাতে খাবার তুলে দিতে। এমনকি এই পরিস্থিতিতে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে জন্য আর্জিও করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584