অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
২০১৮-১৯ সালে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের জ্বালা এখনও ভুলতে পারেননি অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ২০১৮-১৯ সালে ভারতীয় দলের চেয়ে নিজেদের পিছিয়েই রাখছেন তিনি। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকার সিরিজে সেবারের করা ভুলগুলো আর করতে রাজি নন স্টার্ক।
প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিলেন বিরাট কোহলি। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মোট অস্ট্রেলিয়ার দুই প্রাইম ব্যাটসম্যান দলে না থাকায় সেই বারের অস্ট্রেলিয়া দলের থেকে ভারতীয় দলকে ব্যাটে-বলে এগিয়েই রাখছেন বাঁহাতি অজি পেসার।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট শুরু করছে বোর্ড
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কাারে স্টার্ক বলেন, “কখনওই তুমি সিরিজ হারতে চাইবে না, আর অস্ট্রেলিয়ার মাটিতে তো কখনওই নয়। ভারত আমাদের থেকে গোটা সিরিজে ভাল খেলছিল। এবার সময় এসেছে ভুলগুলো শুধরে নেওয়ার।”
আরও পড়ুনঃ ঋদ্ধি-পন্থ কে খেলবে বলা কঠিন বলছেন হনুমা
গোলাপি বলের টেস্টে মিচেল স্টার্কের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। গোলাপি বলের টেস্টে স্টার্কের উইকেট সংখ্যা ৪২। টি২০ সিরিজের মাঝপথে নিজেকে সরিয়ে নেওয়া স্টার্ক ফিরছেন টেস্ট দলে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে স্টার্ককে দলে পেয়ে আরও কিছুটা শক্তিশালী অস্ট্রেলিয়া। তাঁর হঠাত্ দল ছেড়ে যাওয়া নিয়ে প্রচুর কথা হয়েছে। সেই সবকে খুব একটা মাথায় নিতে রাজি নন স্টার্ক।
তিনি বলেন, “আমি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলাম। তবে এই আলোচনাগুলোকে আমি প্রেরণা হিসেবে নিতে চাই এবং মানুষকে ভুল প্রমাণ করতে চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584