নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
রীতি মেনে দিনভর আদিবাসী নাচে গানে বর্ষবরণ শুশুনিয়ায় , হাজির পর্যটকরাও।
পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর রেওয়াজ ক্রমশ বাড়ছে।নিউ ইয়ারের রাতে উৎসবে মেতে ওঠা এখন প্রায় বাঙালির মজ্জাগত। তবে এখন এই উৎসব আর শুধু বাঙালির মধ্যে সীমাবদ্ধ নেই।তা ছড়িয়ে পড়েছে রক্ষণশীল আদিবাসী সমাজের মধ্যেও। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে একচিলতে প্রত্যন্ত আদিবাসী গ্রাম শিউলিবনার বাসিন্দারা মেতে উঠলেন বর্ষবরণ উৎসবে।রাতভর নিজেদের নাচে গানে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাবেন তাঁরা।
আদিবাসীরা সাধারনত রক্ষণশীল হিসাবেই পরিচিত।নিজেদের সংস্কৃতির স্বতন্ত্রতা বজায় রাখার আপ্রান চেষ্টা থাকে তাঁদের মধ্যে, কিন্তু শিউলিবনা গ্রামের আদিবাসী মানুষের কাছে বর্ষবরণ উৎসব তাঁদের সংস্কৃতিরই অঙ্গ হয়ে উঠেছে।গত ২ ৪ বছর আগে ওই মঠের উদ্যোগেই শিউলিবনা গ্রামে শুরু হয় বর্ষ বরন উৎসব।তার পর নিরবিচ্ছিন্ন ভাবে চলে আসছে এই অনুষ্ঠান। দিন যত গড়িয়েছে শিউলিবনা গ্রামের আদিবাসীদের বর্ষ বরনের খ্যাতি ততই ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে।শুশুনিয়া পাহাড়ে আসা পর্যটকরাও যোগ দেন এই উৎসবে।ফি বছরই বিদেশের বহু মানুষ জড়ো হন এই উৎসবের আনন্দ চেটে পুটে নেওয়ার জন্য।বিদায়ী বছরের শেষসূর্য যখন পাহাড়ের পশ্চিম কোলে ডুব দেয় তখন ধামসা মাদলের বোলে ও আদিবাসী রমণীদের মেঠো সুরে শুরু হয় উৎসব।রাতভর ছন্দোবদ্ধ নাচ আর গানে মাতাল করে ভোর বেলায় আদিবাসী মানুষ স্বাগত জানায় নতুন বছরের নতুন সূর্যকে। সারা বছর এই উৎসবের জন্য থাকে এলাকার মানুষের প্রতিক্ষা।দেশ বিদেশ থেকে যারা এই উৎসব দেখতে আসেন আদিবাসীদের এই উৎসবে তাঁরাও হয়ে ওঠেন মুগ্ধ।
আরও পড়ুন: জল মেশানো পেট্রোলের বিক্রির অভিযোগে বিক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584