অবশেষে ফেসবুকের পোস্টের দ্বারা বাড়ি ফিরলেন মিঠু দেবী

0
170

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

mithu returned home by the help of a teacher
নিজস্ব চিত্র

এক শিক্ষকের ফেসবুক পোস্ট এর সূত্র ধরে বাড়ি থেকে উধাও এক মহিলার খোঁজ পেলেন তাঁর পরিজনরা।ঝাড়গ্রামের জঙ্গলখাস ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ্ত নায়েক পৌষ সংক্রান্তির দিনে লােধাশুলিতে দেশের বাড়িতে গিয়েছিলেন।রাস্তায় এক মহিলাকে উদভ্রান্তের মতাে ঘুরতে দেখে পিঠে খাইয়েছিলেন তিনি।খাওয়ার ফাঁকে সুদীপ্ত বছর পঁয়তাল্লিশের ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন,তাঁর নাম মিঠু মিত্র,বাড়ি বরাহনগরে।এরপরই মহিলার ছবি দিয়ে ফেসবুকে পােস্ট দেন সুদীপ্ত।মিঠুদেবীর বাড়ির করে যােগাযােগ করেন।মিঠু দেবীর বাড়ির লোকজন সুদীপ্তকে মেসেঞ্জার-কল করেন,
পরিবার সূত্রে জানা গিয়েছে,২০১৭ সালের অক্টোবরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন মিঠু দেবী।ওই সময়ে মিঠু দেবীর পরিজনের কাশীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন।ঝাড়গ্রাম থানায় জানালে মিঠুদেবীকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানাে হয়েছে।রবিবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালে মিঠু মিত্রের পরিবারের লাকজন এসে মিঠু মিত্রকে নিয়ে যান।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে জঙ্গল থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here