উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বড় সভা দেখিনি। হেলিকপ্টার থেকে দেখছিলাম। ময়দানে জায়গা নেই। রাস্তায় লোক উপচে পড়ছে। মনে হয়না ওঁরা পৌঁছতে পারবেন। সকলকে প্রণাম জানাই। বাংলার মাটি থেকেই ভারতীয় সংস্কৃতির বিকাশ, বাংলার মাটি থেকেই স্বাধীনতা আন্দোলনের শুরু। বাংলার মহাপুরুষরা এক ভারত, শ্রেষ্ঠ ভারত ভাবনাকে মজবুত করেছিলেন।”
তিনি এও বলেন, “বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ওঁর সংঘর্ষ এবং উত্থান সম্পর্কে আমরা সবাই জানি।”
#WATCH The next 25 years are very important for development in Bengal…In 2047, when India will celebrate 100 years of independence, Bengal will lead the country once again, says PM Modi at Kolkata pic.twitter.com/Yq0VCYukUX
— ANI (@ANI) March 7, 2021
বাংলার ভূমি আন্দোলনের ভূমি। স্বামী বিবেকানন্দ,ঋষি অরবিন্দ, শ্যামাপ্রসাদের এই ভূমি আমাদের প্রেরণা ভূমি। বাংলার পরিবর্তনে দিদিকে ভরসা করেছে। সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। বাংলাকে অপমান করেছে, মেয়েদের ওপর অত্যাচার করেছে তৃণমূল।
আরও পড়ুনঃ ব্রিগেডের অভিমুখীদের সাহায্যার্থে কোলাঘাটে বিজেপির ক্যাম্প
বাংলা চায় উন্নতি, প্রগতি ও সোনার বাংলা। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল, বাম-কংগ্রেস এক সঙ্গে বিজেপিকে আটকাতে চাইছে। বিজেপি বাংলার মানুষের আর্শীবাদ নিতে এসেছে। বলে ব্রিগেডে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584