উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিধানসভা ভোটের আগে বাংলায় গেরুয়া শিবিরে দেখা যেতে চলেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বলে জল্পনা শুরু হয়েছে। এরকম জল্পনাই রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে বলে খবর।
সূত্রের খবর, বৃহস্পতিবার সায়েন্স সিটিতে বুদ্ধিজীবীদের সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আলোচনাচক্রে বুদ্ধিজীবী হয়ে উপস্থিত থাকতে পারেন এম এল এ ফাটাকেষ্ট রূপী মিঠুন ।বাংলার সাংস্কৃতিক সমাজের কাছে এতদিন ব্রাত্যই ছিল বিজেপি।
তবে বিধানসভা ভোটের মুখে সেই ‘অস্পৃশ্যতা’ অনেকখানিই কাটিয়ে উঠেছে গেরুয়া শিবির। তারকাদের যোগদানই তার প্রমাণ। রুদ্রনীল, যশ ও হিরণের মতো প্রথম সারির অভিনেতারা স্থান পেয়েছেন বিজেপিতে। অগ্নিমিত্রা পালের মতো ফ্যাশন ডিজাইনার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী।
আরও পড়ুনঃ দশ লক্ষ জমায়েতের টার্গেট বিজেপির ব্রিগেড সমাবেশে
বৃহস্পতিবার সায়েন্সসিটিতে বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনাচক্রে সামিল হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর ওই আলোচনায় থাকতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।দিন কয়েক আগে মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর বাড়ি গিয়ে সাক্ষাৎ করে এসেছেন আর এস এস প্রধান মোহন ভাগবত ।
তার আগে মিঠুন গিয়েছিলেন নাগপুরে সঙ্ঘের কার্যালয়ে। সেই ঘটনাক্রমে নতুন সংযোজন হতে পারে কলকাতায় মিঠুনের উপস্থিতি। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও ওই অনুষ্ঠানে থাকতে চলেছেন। তাঁর সঙ্গে দিল্লির নেতাদের কথাবার্তাও পাকা বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584