পিয়ালী দাস, বীরভূমঃ
বনধের মিশ্র প্রভাব বীরভূমে, করা পুলিশি পাহারায় ছিল শহর সিউড়ি। তিনটি বেসরকারি ব্যাংকের দরজা বন্ধ করল বিজেপি কর্মীরা, বন্ধ দরজার সামনে লাগিয়ে দেওয়া হল বিজেপির গেরুয়া পতাকা।
ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে বাংলা জুড়ে বাংলা বনধ ডেকেছে বিজেপি। রাজ্যের সাথে সাথে বীরভূমেও মিশ্র প্রভাব বনধ- এর। বীরভূমের সদর শহর সিউড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় অন্যান্য দিনের থেকে মানুষজন কম। প্রভাব পড়েছে যান চলাচলেও, সরকারি বাস অবশ্য চলছে নিয়ম মেনে। কিছু কিছু রুটে বেসরকারি বাস চলছে কিন্তু তুলনায় কম। সরকারি হোক বা বেসরকারি বাসে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। বাস স্ট্যান্ড থেকে বাস বেরোলেও যাত্রীর অভাবে অনেক বাস দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে রাস্তার ধারে ।সকাল বেলা বিজেপি নেতা নির্মল মণ্ডল কে দোকান বন্ধের হুমকি দিতেও দেখা যায় বেশ কিছু জায়গায়।এরপর সকাল ন’টায় বিজেপি কর্মীদের পক্ষ থেকে বন্ধের সমর্থনে একটি মিছিল বের করা হয় সিউড়ি শহরে। বিজেপির জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রদক্ষিণ করে গোটা সিউড়ী শহর।
মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধ করে দেওয়া হয় বেশকিছু দোকানপাট, লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা। মিছিল শেষ হতেই বিজেপির বীরভূম জেলা সম্পাদক কালোসোনা মন্ডল ফের কর্মীদের নিয়ে হাজির হয় বেসরকারি ব্যাংকের সামনে। বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের দরজা, বন্ধ দরজার সামনে লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা।
যদিও কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল প্রশাসন। সকাল থেকেই বিভিন্ন রাস্তায় টহলদারি চালাচ্ছে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। বাইক নিয়ে টহল দিচ্ছে কমব্যাট ফোর্স। যদিও এখনো অবধি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি সিউড়িতে।বীরভূমের পুলিশ সুপার কুনাল আগরওয়াল জানান, বীরভূমে জোর করে বন্ধ করার অভিযোগে ১০০ জন কে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষক-শিক্ষিকা থাকলেও ছাত্রছাত্রী কম,অবশেষে পঠনপাঠন বন্ধ থাকল আজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584