নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে মিশ্র প্রভাব পড়ল আলিপুরদুয়ারে। মঙ্গলবার সকাল থেকে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা পিকেটিং করেন। এদিন রাস্তায় বেসরকারি বাস ও গাড়ি নামেনি বললেই চলে। তবে সরকারি বাস রাস্তায় নেমেছে।
এদিন বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থককে গ্ৰেফতার করে পুলিশ। এদিন দুপুরে মিছিল বের করে বিজেপি। আলিপুরদুয়ার কোর্ট মোড় এলাকায় মিছিল আটকে দেয় পুলিশ। জেলা সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থককে গ্ৰেফতার করে পুলিশ।
এদিকে কালচিনি ব্লকেও বনধের ব্যাপক প্রভাব পড়ল। সকাল থেকে কালচিনি, হাসিমারা, জয়ঁগা, হ্যামিল্টণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা পিকেটিং করে বিক্ষোভ প্রদর্শন করেন। কালচিনিতে ১৫ জন বনধ সমর্থনকারীকে গ্ৰেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ ফালাকাটায় বনধের সমর্থনে মিছিল বিজেপির
হাসিমারা থেকে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারী সহ দশ জন বিজেপি কর্মী সমর্থককে গ্ৰেফতার করে পুলিশ। একইসঙ্গে এদিন ফালাকাটায় সড়কে নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ফালাকাটায় ১০ জন বনধ সমর্থনকারীকে গ্ৰেফতার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584