নবদ্বীপে বিজেপির ডাকা বনধের মিশ্র প্রতিক্রিয়া

0
73

শ্যামল রায় ,নবদ্বীপঃ

ভারতীয় জনতা পার্টির ডাকে বনধে নবদ্বীপ থানা এলাকায় সাড়া মেলেনি দাবি শাসকদলের। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতাদের দাবি এই বনধকে মানুষ সমর্থন জানিয়েছে।
তবে নবদ্বীপ ফেরিঘাটসহ স্বরুপগঞ্জ ফেরিঘাট সচল ছিল। নবদ্বীপ স্বরুপগঞ্জ থেকে বহু অটো এবং বাস চলাচল করেছে বলে দাবি শাসক দলের নেতাকর্মীদের। নবদ্বীপ শহরে দোকানপাট খোলা ছিল এবং  কলেজ বিদ্যালয় খোলা ছিল। কিন্তু উপস্থিত ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল কম।

নিজস্ব চিত্র

শহরের বড়বাজার ছোট বাজার ,চারিচারা বাজার তেঘরি পারা বাজার ,আগমেশ্বরী পাড়া বাজার সহ একাধিক বাজার প্রতিদিনকার মত খোলা ছিল।
তৃণমূল কংগ্রেসের নেতা স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন যে এই বনধকে কোনভাবেই মানুষ সমর্থন জানায়নি। বাজার ঘাট সবই স্বাভাবিক ছিল। অন্যদিকে বিজেপি নেতাদের দাবি বনধকে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছেন এবং বনধ সফল।
বিজেপির নদিয়া জেলা পর্যবেক্ষক রাজীব ভৌমিক জানিয়েছেন যে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর গামী লোকাল বাস চলাচল করেনি। রাস্তায় যানবাহন চোখে পড়েনি। উত্তরবঙ্গের ইসলামপুরে পুলিশের তান্ডব ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই বনধকে মানুষ সমর্থন জানিয়েছেন।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে বনধে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রচুর পুলিশ, সিভিক পুলিশ মোতায়েন ছিল সর্বত্র।
নবদ্বীপ ধাম রেল ষ্টেশনে বহু যাত্রী কে দেখা গিয়েছে এবং ইন্টারসিটি ট্রেন  যাতায়াত করেছে বলে তৃণমূলের নেতাদের দাবি,বনধে কোনরকম সমর্থন মেলেনি মানুষের থেকে।

আরও পড়ুনঃ বনধ ব্যর্থতার উপাখ্যান পাঠ শুভেন্দু অধিকারীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here