রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বামফ্রন্টের ডাকে আজ সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
নতুন শিল্প, কাজ ও ন্যূনতম মজুরি; সেইসঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির প্রতিবাদে, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার জন্য এই বনধের ডাক দেওয়া হয়েছে।
পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা এনআরসি, সিএএ, এনপিআর-এর প্রতিবাদ জানাতেই আজকের এই বামফ্রন্টের তরফে ডাকা বনধ।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি প্রতিরোধে এআইটিইউসি-সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারতব্যাপী আজকের এই সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে বামফ্রন্টের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ বনধের জোরালো প্রভাব বর্ধমানে, বিপাকে ট্রেন যাত্রীরা
বিভিন্ন সরকারি দফতর খোলা থাকলেও স্কুল-কলেজ এবং দোকানগুলি আজ বন্ধ রয়েছে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সরকারি বাসগুলিও ঠিকঠাক চলছে। তবে বেসরকারি বাসের সংখ্যা তুলনামূলক কম।অন্যদিকে ছোট গাড়ি চলাচল স্বাভাবিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584