নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইটাহারের বেকিডাঙ্গা গ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত চার পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক অমল আচার্য। মঙ্গলবার শোকার্ত পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন অমলবাবু৷ প্রত্যেক পরিবারের হাতে পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। রবিবার রাতে জাতীয় সড়কের ধারে বসে আড্ডা দেওয়ার সময় একটি ট্রেলারের নীচে পিষ্ট হয়ে ওই পরিবারের গুলির চারজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের প্রকৃত তথ্য পেতে এবার আর টি আই
অমল আচার্য বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় চার জনের প্রাণ গিয়েছে। এই দুঃখ ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই। শোকার্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য এদিন আমরা এসেছিলাম। সামান্য কিছু অর্থ ও খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, দুর্ঘটনার পরেই মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ ইটাহার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584