পিয়ালী দাস, বীরভূমঃ
গান্ধীজীর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে হিন্দি গানের তালের সাথে পা মিলিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশীদ। আজব যুক্তি দিয়ে, তিনি দাবী করছেন গান্ধীজী জন্ম জয়ন্তী তো মহাআনন্দের দিন, এদিন তো নাচতে হয়, উনি তো আমাদের মুক্তির স্বাদ দিয়েছিলেন,তাই মানুষের দাবী মেনে নেচেছি,কোনো পাপ করিনি,বোমাও ফাটাইনি,মানুষ মারিনি।
নাচছেন বিধায়কঃ
ছাত্রদের অনুরোধ মত সামান্য কোমোর দুলিয়েছি,বিধায়ক হয়েছি তা মানুষের দবাী পূর্ন করা আমার প্রথম শর্ত।জানা গেছে, গতকাল গান্ধী জয়ন্তী উপলক্ষে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুর গ্রামের কাঁটাগড়িয়া গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়,আয়োজক ছিলেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশীদ।অনুষ্ঠানে নলহাটি ২ নম্বর ব্লকের একাদশ শ্রেণির পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠান শেষে একটি হিন্দি গানের সাথে তাল মিলিয়ে নাচ করতে শুরু করেন বিধায়ক মিল্টন রশীদ।গান্ধীজীর মতন মহান ব্যক্তিত্বের জন্মদিনে একজন কংগ্রেস বিধায়কের এ ধরনের হিন্দি গানের সাথে নাচ করার ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন রাজনৈতিক মহলের লোকজনেরা।বীরভূম জেলা তৃনমূলের রামপুহাটের বিধায়ক আশীষ ব্যনার্জী বলেন,বিষয়টি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখকর।একজন বিধায়ক এভাবে চটুল গানের সাথে কোমোর দুলিয়ে নাচছে, খুবই দৃষ্টিকটু।
আরও পড়ুনঃ শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় চিতাবাঘের শাবক উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584