নিজের বুথেই বিজেপির কাছে ধরাশায়ী বিধায়ক

0
202

পিয়ালী দাস,বীরভূমঃ

Tmc defeated at own booth
ফাইল চিত্র

‘উন্নয়নের যজ্ঞ’ নিয়ে নির্বাচনী প্রচারে একের পর এক তথ্য তুলে ধরেছিলেন সাঁইথিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নীলাবতী সাহা।কিন্তু উন্নয়নের কথা ভোটারদের মনকে ছুঁতে পারেনি।কারণ বিধায়ক নিজের বুথেই বিজেপির কাছে হেরে গেছেন।সাঁইথিয়া পৌর এলাকার সাঁইথিয়া হাই স্কুলের ১০৪ নম্বর বুথ,যেখানে সাঁইথিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক লীলাবতী সাহার ভোট কেন্দ্র।ফল ঘোষণার পর দেখা গেল ১০৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৫৫ সেখানে অনেকটাই পেছনে ফেলে বিজেপির প্রাপ্ত ভোট ৪৭৩।

সর্বশেষ ফলাফল পাওয়ার পর দেখা যাচ্ছে সাঁইথিয়া বিধানসভা এলাকায় তৃণমূলের থেকে বিজেপি ৩০০ ভোটে লিড পেয়েছে।সাঁইথিয়া পৌরসভা সহ বিধানসভা এলাকায় এই ভরাডুবির পর সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেস নেতাদের কার্যত হতাশ করে দিয়েছ সাঁইথিয়া বিধানসভার এলাকাবাসী। এই পরাজয়ের কারণ হিসেবে তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা বলেন, সিপিএম সম্পূর্ণভাবে বিজেপিকে সাহায্য করেছে, ভোটের ফলাফল দেখে তা পরিষ্কার বোঝা যাচ্ছে,তাই বিষয়টি নিয়ে অত চিন্তার কিছু নেই,সাঁইথিয়া পুরসভার ভোট এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাঁইথিয়াতে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী।

Tmc defeated at own booth
ফাইল চিত্র

অন্যদিকে সাঁইথিয়ার বিজেপি নেতা শান্তনু রায় জানান,সাঁইথিয়া শহরে মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে,তৃণমূল নেতাদের দুর্ব্যবহার,সরকারের অপশাসনের বিরুদ্ধে মানুষ নিঃশব্দ বিপ্লব করেছে।

আগামী বিধানসভা নির্বাচনে সাঁইথিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয়লাভ করবে।

আরও পড়ুনঃ জনাদেশে প্রাপ্ত ক্ষমতা কি হিংসার আস্ফালনের জন্য(?),উঠছে প্রশ্ন

তবে রাজনৈতিক নেতাদের মতামত যাই হোক না কেন, মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের বাড় বাড়ন্ত,স্বেচ্ছাচারিতা, কোনোভাবেই বরদাস্ত করবে না।আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাঁইথিয়া বিধানসভা ধরে রাখতে পারে নাকি বিজেপি ছিনিয়ে নেবে তৃণমূলের কাছ থেকে তা ভবিষ্যতের সময় বলে দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here