এনআরসি নিয়ে রাতারাতি দিলীপের মত বদলে চাঞ্চল্য রাজনৈতিক মহলে

0
3390

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

রাত পোহাতেই এনআরসি নিয়ে বক্তব্য বদলে গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এনআরসি নিয়ে নাকি কোনও আলোচনাই হয়নি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর একই সুরে গলা মেলালেন দিলীপ ঘোষ।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ৷ চিত্র সৌজন্যঃ দ্য স্টেটসম্যান

বুধবার জলপাইগুড়িতে এনআরসি নিয়ে প্রশ্ন করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘‘এনআরসির তো প্রশ্নই নেই, এনআরসি কোথায়? শুধু অসমেই এনআরসি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এতে পার্টির কোনও হাত নেই।”

আরও পড়ুনঃ রাজ্যপালের বিরুদ্ধে মমতাকে রাষ্ট্রপতির দরবারে যাওয়ার পরামর্শ অধীরের

তিনি আরও বলেন, বিরোধী দলগুলি প্রচারের আলোয় থাকার জন্য সংবাদমাধ্যমের কাছে এনআরসি নিয়ে অপপ্রচার করছে। শুধুমাত্র নাগরিকত্ব সংশোধনী আইন, যা সুপ্রিম কোর্টের তরফে পাশ হয়েছে সেটিই দেশে লাগু করা হবে।

এনআরসি নিয়ে দিলীপের এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া মন্তব্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here