নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা এক ব্লকের মজুরডিমা গ্রামে দরিদ্র গ্রামবাসীদের হাতে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র হিসেবে কম্বল ও মহিলাদের হাতে শাড়ি তুলে দেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিধায়ক আশীষ চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ ,তৃণমূল কংগ্রেসের নেতা শেখ হাবিবুর রহমান।
আরও পড়ুনঃ কৃত্রিম জলাশয়ে মাত্র ৭ মিনিটে সম্পূর্ণ ছট পুজো!
আরও পড়ুনঃ করোনা আবহে অন্য ছটপুজোর সাক্ষী কলকাতা
শনিবার বিধায়ক আশীষ চক্রবর্তীর উদ্যোগে ওই এলাকার দুই শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ওই এলাকার শতাধিক দরিদ্র মানুষের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। বিধায়ক আশীষ চক্রবর্তী বলেন, “এই সময় দরিদ্র মানুষেরা শীতে খুব কষ্ট পায়।
তাই তারা যাতে শীতে আর কষ্ট না পায় তার জন্য কম্বল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।” শুধু মজুরডিমা গ্রামে নয়, গড়বেতা বিধানসভার বিভিন্ন গ্রামে গিয়ে তিনি দরিদ্র গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেবেন বলে জানান। বিধায়ক আশীষ চক্রবর্তীর হাত থেকে কম্বল পেয়ে খুশি ওই এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584