এমআরপি বাড়িয়ে পিপিই কিটের ৫গুণ বেশি দাম আদায় হায়দ্রাবাদের বেসরকারি হাসপাতালে

0
25

ওয়েব ডেস্ক, হায়দ্রাবাদঃ

হায়দ্রাবাদের বেসরকারি হাসপাতালে পিপিই কিটের রমরমা ব্যবসা, এমআরপি বাড়িয়ে লেখার নির্দেশ, দাবি সাপ্লায়ারদের। পিপিই কিট এবং দামী ওষুধের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা জারি করা হয় হাসপাতালগুলি সর্বাধিক খুচরো মূল্য বা এমআরপির থেকে বেশি দাম রুগীর থেকে নিতে পারবে না।

PPE kit | newsfront.co
প্রতীকী চিত্র

সে নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালগুলির নতুন পন্থা বেশি দাম নেওয়ার। পিপিই কিট যাঁরা সাপ্লাই করেন তাঁদের থেকে জানা গেছে হোলসেলাররা যাতে খুচরো মূল্য বাড়িয়ে লেখেন। এক পিপিই কিট বিক্রেতা জানিয়েছেন খুবই উন্নত মানের কিট তিনি কেনেন রাজস্থান থেকে , ২০ বা ২৫ টাকা ডেলিভারি চার্জ যোগ করে তিনি সাপ্লাই করেন।

আরও পড়ুনঃ বন্ধু ব্যবসায়ীদের জন্য লালকার্পেট বিছিয়ে পরিবেশ নষ্ট করতে চাইছেন মোদীঃ সোনিয়া

৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে উন্নত মানের পিপিই কিট বাজারে সুলভ। সেই ধরনের কিট হাসপাতালগুলি রুগীদের থেকে দাম নেয় একেকটি ১৫০০ টাকা করে। বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একই অভিযোগ আসতে থাকায় সরকার নির্দেশ জারি করে এমআরপির বেশি দাম নেওয়া যাবে না। তারপরেই হাসপাতালগুলি থেকে সাপ্লায়ারদের কাছে এই মর্মে নির্দেশ যেতে থাকে যাতে পিপিই কিটের এমআরপি তাঁরা বাড়িয়ে ছাপেন।

আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ

আরেকটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ , তাঁরা পিপিই কিটের দাম নিয়েছেন ১২,০০০ টাকা করে এবং ১০ টি কিট ; অর্থাৎ এক লক্ষ কুড়ি টাকা শুধু পিপিই কিটের বিল। স্বাস্থ্য ক্ষেত্রে এই ধরণের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here