নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভালোবাসা দিবসের একদিন আগেই মুর্শিদাবাদের বড়ঞায় পথ দূর্ঘটনায় মৃত্যু প্রেমিক ও প্রেমিকার। জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি ওই যুগল হাত ধরে রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনার শিকার হন। মৃত ওই যুগলের নাম, সাবিনা খাতুন ও শরিফ শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মহিশগ্ৰাম এলাকার বাসিন্দা। ওই যুগল গতকাল বহরমপুরে আসে। হাত ধরে রাস্তা পারাপারের সময় পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক।

আরও পড়ুনঃ গাঁজা গাছ ধ্বংসে দিনহাটায় পুলিশের অভিযান
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গতকাল রাতে ওই দুই প্রেমিক ও প্রেমিকার মৃত্যু হয়।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485