রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
সরকারি প্রকল্পের তত্ত্বাবধানে গ্রামের অনেক কাঁচা রাস্তা পিচ রাস্তায় রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই রাস্তার উপর দিয়ে ওভারলোড বড় গাড়ি চলাচলের ফলে অল্প দিনের মধ্যেই সেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে।
আজ এমনই এক কারণে লালগোলা থানার মধুপুর থেকে বালুটুঙ্গী গ্রাম যাওয়ার রাস্তায় ওভারলোড বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। গ্রামবাসীরা বলেন, সরকার আমাদের ভালোর জন্যই কাঁচা রাস্তা, পাকা করে দিয়েছে।
আরও পড়ুনঃ একাধিক দাবি-দাওয়া নিয়ে ব্লক অফিসে স্মারকলিপি জমা আদিবাসী সমাজের
কিন্তু আমরা যদি সেই রাস্তার দেখাশোনা না করি তাহলে ক্ষতি আমাদেরই। তাই এই রাস্তায় কোনও বড় ভারী গাড়ি যাতে চলাচল না করে, তার দায়িত্বও আমাদের।
এর জন্যই আমরা আজ গাড়ি আটকে বিক্ষোভ দেখাই। ভবিষ্যতে যদি আবার বড়, ভারী গাড়ি আসে তাহলে আবার বিক্ষোভ দেখাব আমরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584