মোহনা বিশ্বাস, হুগলীঃ
সম্প্রতি ডেঙ্গুর প্রকোপে নাজেহাল অবস্থা জনসাধারণের। শহর থেকে গ্রাম সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। আবর্জনার স্তুপে ভরে যাচ্ছে এলাকা। চারিদিকে কেন এই বেহাল অবস্থা? ভ্রূক্ষেপ নেই পৌরসভার। তাই বিধায়ক নিজেই আজ নদর্মায় জমা আবর্জনা পরিস্কার করতে চলে যান। সাত সকালে হুগলী-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিককে সঙ্গে নিয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে নর্দমা পরিস্কার করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
গত ৫ ডিসেম্বর ওই ওয়ার্ডে ‘দিদিকে বলো’ প্রচার করতে যান বিধায়ক। আর তখনই ঐ এলাকার বেহাল অবস্থা নজরে পরে তার। তারপরই তৎপরতার সঙ্গে বিধায়ক ঐ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেন। এইভাবে আবর্জনা পরিস্কারের বিষয়ে বিধায়ককে তৎপর হয়ে উঠতে দেখে খুশি এলাকাবাসীও।
আরও পড়ুনঃ৩৬ নতুন প্রকল্পের উদ্বোধনে খড়্গপুর সফরে যাবেন মমতা
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, পৌরসভার গাফিলতিতেই ৩নং ওয়ার্ড এলাকার এই পরিণতি। আগামী দিনে যে সব কাউন্সিলররা মানুষের পাশে থাকবে না, মানুষের কথা শুনবে না, দল তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584