সুদীপ পাল,বর্ধমানঃ
‘দিদিকে বলো’ কর্মসূচিতে গিয়ে নানা সমস্যার কথা শুনতে বাড়ি বাড়ি ঘুরলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
বর্ধমানের ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘোরেন। রাস্তা বেহাল, জমির মিউটেশন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সংক্রান্ত নানা সমস্যার কথা বাসিন্দারা তাঁর কাছে তুলে ধরেন। দীর্ঘদিন রাস্তা মেরামত হয় না, বর্ষার সময় হয়ে যায় চলাফেরার অযোগ্য সে অভিযোগ জানালেন বাসিন্দারা।
অনেকে বললেন, পুরসভা জলের পাইপ বসানোর পরে সেই রাস্তা আর মেরামত করেনি। ফলে বেরোতে সমস্যা হচ্ছে, হাঁটাচালাতেও সমস্যা হচ্ছে। অনেকে অভিযোগ করেন, সঠিক সময়ে মিউটেশন হচ্ছে না, ফলে জমির প্রক্রিয়া সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরে আটকে পড়ে থাকছে।
বর্ধমান রবীন্দ্র ভবনের পক্ষ থেকে এসেছিলেন কমিটির শীর্ষ কর্তারা। তাঁরা বলেন, বিধায়ক আগে তাঁদের যে সাহায্য করেছেন তার জন্য তাঁরা কৃতজ্ঞ। কিন্তু আরও বেশ কয়েকটি কাজ বাকি রয়ে গেছে। তাছাড়া রবীন্দ্র ভবনের অনুষ্ঠান শেষ হয় রাত্রি নয়টার দিকে। তারপরে রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে যে রাস্তা তাতে পর্যাপ্ত আলো নেই। সেই বিষয়টিও তাঁরা তুলে ধরেন বিধায়কের কাছে।
আরও পড়ুনঃ চাকরির জন্য কাটমানি নিয়ে ফেরার প্রাথমিক স্কুল শিক্ষক
রবিরঞ্জনবাবু বলছেন, তাঁরা সকলের কথা শুনেছেন। সমস্যাগুলি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। কর্মসূচিতে ছিলেন তৃণমূল নেতা খোকন দাস, কাঞ্চন কাজি,রেখা তেওয়ারি প্রমুখরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584