নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মানুষের কল্যাণে কিছু করতে গেলে সরকারে থাকার প্রয়োজন হয় না- প্রমাণ করলেন অভিনেতা হিরণ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২২৪ খড়গপুর সদরের বিজয়ী প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।
বিধায়ক হওয়ার পরই খড়গপুর রেলের ডি আর এম এর সঙ্গে বৈঠক করে, তাঁকে অনুরোধ করে রেল হাসপাতালের বেড সংখ্যা চল্লিশটি বাড়িয়েছেন তিনি। একই সঙ্গে নতুন দু’টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। কোভিড হেল্পলাইন সার্ভিসের ব্যবস্থাও করেছেন হিরণ।
আরও পড়ুনঃ শিল্পীর পাশে পরিচালক
হিরণ তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন-“সরকারে নেই আমরা। তবু সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। এটা আমার বিশ্বাস। তারই প্রথম পদক্ষেপ খড়গপুর রেলের ডি আর এম এর সঙ্গে বৈঠক করে, তাঁকে অনুরোধ করে রেল হাসপাতালের বেড সংখ্যা চল্লিশটি বাড়াতে পেরেছি। একই সঙ্গে নতুন দু’টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছি। খড়গপুরের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আশীর্বাদ করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584