কোচবিহারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিনহাটায় কলেজ স্থাপনের দাবি তুলতে চলেছেন সিতাইয়ের বিধায়ক

0
211

মনিরুল হক, কোচবিহারঃ

আগামী ১৫ ই ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানে মুখ্যমন্ত্রীর সামনে দিনহাটা ২ নম্বর ব্লক এবং সিতাই ব্লকে কলেজ স্থাপনের বিষয়টি উত্থাপন করা হবে। দিনহাটার সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এক সাংবাদিক বৈঠকে একথা বলেন।

tmc leader | newsfront.co
জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া,বিধায়ক। ফাইল চিত্র

তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে দিনহাটা সংহতি ময়দানে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী দিনহাটার মানুষের সামনে কথা দিয়েছিলেন দিনহাটা ২ নম্বর ব্লক ও সিতাই ব্লকে কলেজ স্থাপন করা হবে। সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রীর সামনে বিষয়টি উত্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  আর কৃষক বিক্ষোভ নেই…! মন্তব্য পীযূষের

আগামী ১৬ই ডিসেম্বর কোচবিহার রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা। আগের দিন অর্থাৎ ১৫ই ডিসেম্বর তিনি কোচবিহারে আসছেন। মুখ্যমন্ত্রী কোচবিহারের তৃণমূলের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। সেখানেই দিনহাটায় কলেজের প্রসঙ্গটি উত্থাপন করবেন বলে জগদীশবাবু জানিয়েছেন।

কোচবিহার জেলার বিভিন্ন মহকুমায় একাধিক কলেজ থাকলেও দিনহাটা মহকুমাতে মাত্র একটি কলেজ। তিনটি ব্লকের ৩৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে দিনহাটা মহকুমা। ব্যাপক সংখ্যক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর একটা বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পাশ করে থাকে। অথচ দিনহাটায় একটিমাত্র কলেজ থাকায় ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে বছরের পর বছর ধরে।

আরও পড়ুনঃ কৃষকদের সাহায্য করতে সরকার দায়বদ্ধ, শনিবার বার্তা মোদীর

ইতিপূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দিনহাটা মহকুমা এলাকায় দুটি কলেজ স্থাপন করা হবে। পরবর্তী সময়ে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে এসে দিনহাটায় নতুন কলেজের দাবি নস্যাৎ করে দেন। ফলে কলেজ স্থাপন নিয়ে দিনহাটার রাজনৈতিক মহলে একটা চাপানউতর চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here