সায়নিকা সরকার, মালদহঃ
করোনা পরিস্থিতিতে দল কীভাবে কাজ করেছে তার খতিয়ান তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা সভানেত্রী মৌসুম নূর।
তিনি বলেন, ‘ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা মালদহ এসে পৌঁছেছে। বর্তমানে মালদহ জেলায় ৫৬০ টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে। সেই সেন্টার গুলিতে বিভিন্ন সময় খাবার পাঠানো, যে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
দলীয় ভাবে হেল্প লাইন খোলা হয়েছে, যার মাধ্যমে ভিন রাজ্যে আটকে থাকা প্রায় ১২ হাজার শ্রমিক যোগাযোগ করা যায়।’ দলীয় নির্দেশে এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, তৃণমূলের মালদা জেলা কডিনেটর অম্লান ভাদুরি, রতুয়া বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের জেলা সভাপতি
বুধবার মালদহ স্টেশন রোডে দলীয় কার্যালয়ে মৌসম অভিযোগ তুলে বলেন, ‘বিভিন্ন সময় কেন্দ্র সরকার তাদের বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। তার নির্দেশে মালদহ জেলাতে দলীয় নেতারা গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584