‘ডক্টরস ডে’ তে রায়গঞ্জের একশো জন চিকিৎসককে সংবর্ধনা বিধায়কের

0
41

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী ‘ডক্টরস ডে’ তে রায়গঞ্জের প্রায় একশো জন চিকিৎসককে সংবর্ধনা দিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। বুধবার সকালে শহরের বিধানচন্দ্র রায় রোডের ‘প্রয়াস বিল্ডিং’এ চিকিৎসকদের সংবর্ধিত করা হয়।

congratulation | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিশেষ সময়ে করোনা মহামারীর বিরুদ্ধে চিকিৎসকদের জীবনকে বাজি রেখে লড়াই করে যাওয়া নিয়ে আলোচনা হয়। এছাড়াও চিকিৎসকদের সেবার প্রশংসা করেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিতবাবু।

Doctors | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, “শুধু করোনার সময় নয়, গোটা বছরজুরে চিকিৎসকেরা মানুষের সেবা করেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় একই ভাবে মানুষের সেবা করেছিলেন। তার জন্মবার্ষিকীতে ‘ডক্টরস ডে’ তে রায়গঞ্জের চিকিৎসকদের এই সামান্য সন্মান তাদের প্রাপ্য।”

আরও পড়ুনঃ কেন্দ্রকে বাংলায় বিমান না পাঠানোর আর্জি নবান্নের

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি তুষার গুহ, কংগ্রেসের সাধারন সম্পাদক পবিত্র চন্দ সহ দলের অন্যান্য নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here