করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রীর তহবিলে আর্থিক দান, রায়গঞ্জের বিধায়কের

0
69

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

নোভেল করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য রায়গঞ্জ বিধানসভা এলাকার হাসপাতালগুলোর চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন ও উপকরণের জন্য ১৫ লক্ষ টাকা প্রদান করলেন বিধায়ক মোহিত সেনগুপ্ত। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৫ লক্ষ টাকা এই খাতে বরাদ্দ করেছেন মোহিত সেনগুপ্ত।

Mohit Sengupta | newsfront.co
প্রেস কনফারেন্সে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। নিজস্ব চিত্র

বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি দিয়েছেন বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার পাশাপাশি জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকেও এই বিষয়ে চিঠি পাঠান মোহিত বাবু৷ চিঠিতে তিনি লেখেন, নোভেল করোনা ভাইরাস মোকাবিলা করতে এলাকার হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ করেছেন তিনি।

Raiganj hospital | newsfront.co
রায়গঞ্জ হাসপাতাল। নিজস্ব চিত্র

দ্রুত এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলাশাসককে অনুরোধ করেছেন মোহিত সেনগুপ্ত। অন্যদিকে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ৪০ জন চিকিৎসককে কলকাতা থেকে রায়গঞ্জে আনা হল।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণে সাংসদের আর্থিক অনুদান রাজ্যকে

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অধিকাংশ চিকিৎসকের বাড়ি কলকাতায়। তাঁরা সপ্তাহে তিনদিন থেকে বাকি দিনগুলো কলকাতায় থাকেন। এমনই ৪০ জন কলকাতায় গিয়ে নোভেল করোনা ভাইরাসে মোকাবিলায় রাজ্য সরকার লকডাউন ঘোষণার পর ট্রেন, বাস সব বন্ধ করে দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মেডিক্যাল কলেজের এই ৪০ জন চিকিৎসক কলকাতা কর্মস্থলে আর ফিরতে পারছিলেন না।

অন্যদিকে কোরানা ভাইরাসের মোকাবিলায় স্বাস্থ্য দফতর দিনরাত পরিশ্রম করলেও এই ৪০ জন চিকিৎসক চিকিৎসাক্ষেত্র থেকে দূরে থাকায় রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের সংকট দেখা দেয়।

ফলে বাধ্য হয়েই চিকিৎসকরা কর্মস্থলে ফেরার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।কর্তৃপক্ষ বিষয়টি উত্তর দিনাজপুর জেলা শাসকের নজরে আনেন। তারপর জেলা শাসক অরবিন্দ কুমার মীনার উদ্যোগে কলকাতা থেকে একটি বিশেষ বাস পাঠিয়ে চিকিৎসকদের রায়গঞ্জে আনা হয়।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় রাজ্যকে আর্থিক অনুদান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রীর

এদিন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলীপ পাল জানিয়েছেন, “রবি এবং সোমবার দুই ভাগে ভাগ হয়ে কলকাতা থেকে এই চিকিৎসকরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজে আসেন। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর ফিরতে পারেননি। এতদিন যাঁরা ছিলেন তাঁদেরকে দিয়েই কাজ চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাজটা কঠিন হলেও সেই কাজটা হয়েছে। এখন চিকিৎসকরা চলে আসায় রোগীদের প্রতি বিশেষ নজর দেওয়া যাবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here