নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
কোচবিহারের সাংসদের হাজারও গুন। কখনও প্রধানমন্ত্রীর ছবি আঁকছেন, আবার কখনও নিজে গান গাইছেন। যা দেখে রীতিমত চমকে যাচ্ছেন বঙ্গ বিজেপির অনেকে।
লকডাউন চলাকালীন এবার তিনি গান ধরেছেন করোনার বিরুদ্ধে লড়াই করা প্রথম শ্রেণীর যোদ্ধাদের জন্য এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য।
তিনি আর কেউ নন, কোচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামানিক। এই গান সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাতে ভিডিও সমেত আপলোড করেন তিনি। আর সেই গান শুনে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা অনেকেই তাকে বাহবাও দিয়েছেন। ছবি আঁকার পাশাপাশি তিনি যে গান গাইতে পারেন তাও প্রমাণ করলেন এদিন ভিডিও আপলোড করে।
নিশীথ যে গানটি গেয়েছেন সেটি লিখেছেন বিক্রম মজুমদার। সেখানে লেখা হয়েছে- “জনমানবহীন এই লকডাউনে, খুঁজে পেয়েছি মোরা জীবনের আধার/ অর্থ বড় নয়, নয় অহঙ্কার, জেনে গিয়েছি বিধির আসল আবিষ্কার/ ছোঁয়াচে ব্যধির কালো ছায়ায়, সূর্যের আলো মেঘে ঢাকা/ কালবৈশাখীর এই বজ্রে, ধুয়েমুছে যাক যা ধুলো মাখা”।
আরও পড়ুনঃ করোনা, আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে, বার্তা শিশিরের
গানের সাথে যে ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভারতের কন্যাকুমারী থেকে ভারতের নানান প্রাকৃতিক সৌন্দর্যকে।
এছাড়াও তুলে ধরা হয়েছে কোচবিহারের বিভিন্ন জায়গা, স্ট্যাচু অব ইউনিটির বল্লভ ভাই প্যাটেলের মূর্তিকেও। পাশাপাশি তুলে ধরা হয়েছে লকডাউনের মুহূর্তকে। ভিডিওতে সবার শেষে সকলের মনোবল বাড়াতে তুলে ধরা হয়েছে ‘সারে জহাঁ সে অচ্ছা’ গানের লাইনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584