নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
“গাছ লাগাও প্রাণ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশমতো, প্রায় দু’হাজার চারাগাছ বিলি করা হলো এদিন। বুধবার সকালে মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে চৌরঙ্গী মোড় এলাকায় বিভিন্ন ধরনের চারা গাছ বিলি কর্মসূচি পালন করা হয়।
পথচারীদের হাতে এই চারাগাছগুলি তুলে দেন বিধায়ক সাবিনা ইয়াসমিন সহ সংশ্লিষ্ট এলাকার তৃণমূল নেতারা। চারাগাছ নিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার তৃণমূল দলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এরপর বুধবার চৌরঙ্গী মোড় এলাকাতেই বিলি করা হল বিভিন্ন ধরনের চারাগাছ।
আরও পড়ুনঃ ‘বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে একটিও দুর্নীতি হবে না’ – সায়ন্তন
তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’গাছ লাগাও প্রাণ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এদিনের এই কর্মসূচি পালন করা হয়েছে। রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের হাতে এদিন প্রায় দুই হাজার বিভিন্ন ধরনের চারা গাছ তুলে দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584