সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
নেতা হয়েও অভিনেতা হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন পাথরপ্রতিমা বিধায়ক সমীর কুমার জানা। পরবর্তী সময়ে যাত্রায় নিজেদের দল গঠন করে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি।
কখনও সামাজিক যাত্রা পালা আবার কখনও ঐতিহাসিক যাত্রা পালা এসব নিয়েই থেকেছেন। এমনকী পৌরাণিক যাত্রা পালাতে সুখ্যাতি অর্জন করেছেন দর্শকদের মনে।
আরও পড়ুনঃ দিল্লির পীরাগরিতে কারখানায় আগুন, বিস্ফোরণে আটকে দমকলকর্মীরাও
দক্ষিণ সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের দিগম্বপুর গ্রাম পঞ্চায়েতের কৃষক পরিবারে জন্ম সমীর কুমার জানার। শ্রীধরপুর গ্রামে ছোট থেকে বড় হয়ে ওঠা। বাবা ঈশ্বর লতিকান্ত জানা, মা সিন্ধুবালা দেবীর আদুরে ছেলে সমীর। ছোট থেকেই মেধাবী ছাত্র সমীর বাবু। হতদরিদ্র ভাগচাষি ছেলে হওয়ায় পড়াশুনা নিয়ে সংশয় ছিল জীবনে।
আরও পড়ুনঃ ট্রাইবুনালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে টাটা, দুটি আলাদা পদে অভিষেক সাইরাসের
সাত ভাইবোনের অভাব অনটন ভরা জীবনে গড়ে তুলেছেন নিজেকে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর ১৯৭৩ সালে গুরুদাসপুর মহেন্দ্র ইন্দ্র বিদ্যানিকেতনে শিক্ষক হিসাবে চাকুরি জীবন শুরু করেন। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত টিচার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর এই বিদ্যালয় থেকেই ২০০৯ সালে অবসর নেন।
শিক্ষকতার মাঝে রাজনৈতিক জীবনের সঙ্গে কখন একাত্ম হয়ে গিয়েছেন নিজেও টের পাননি। প্রতিষ্ঠিত করেন রামকৃষ্ণ সৌখিন যাত্রা সংস্থা, যার বর্তমান সদস্য সংখ্যা ২২জন। এদের প্রত্যেকেরই বাড়ি পাথরপ্রতিমা ব্লক পনেরটি গ্রাম পঞ্চায়েতের বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় ।
আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির আদেশ
৫০ টির বেশি যাত্রা পালায় অভিনয় করেছেন সমীর বাবু । কখনো মা মাটি মানুষ ,কখনও নবাব সিরাজদ্দৌলা, কখনও বা দেখা গেছে উদয় ডাকাতের ভবানি পাঠক চরিত্রে।
স্কুল কলেজে নাট্যাভিনয় করতে করতে আজ যাত্রা জগতে অভিনেতা তিনি। তবে এলাকায় বিধায়ক হিসাবে পরিচিতি থাকলেও সুন্দরবনে বেশির ভাগ মানুষ চেনেন যাত্রা শিল্পী সমীর কুমার জানা হিসাবে।
১৯৮০ সালে কংগ্রেসের ব্লক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর উপর । ১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে হাতে খড়ি। ১৯৭৮ থেকে ১৯৯৩ সাল দুবারে গ্রামসভার সদস্য একবার উপপ্রধানের দায়িত্বে ছিলেন। ২০১১ সালে টানা দুবার বিধায়ক পদে নিযুক্ত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584