নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই শিলাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন,যার ফলে দুর্ভোগ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷
কোথাও কোমোর অবধি জল আবার কোথাও গলা পর্যন্ত জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের ৷ তার মধ্যে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা, অবশেষে গ্রামবাসীদের উদ্যোগে কলাগাছের তৈরি ভেলায় করে পানীয় জলের বন্দোবস্ত করেছেন গ্রামবাসীরা নিজেরাই ৷
গ্রামবাসীদের অভিযোগ বন্যার সময় এলেই বিভিন্ন প্রশাসনের আধিকারিকদের দেখা যায় এলাকায়,এরপর বন্যা শেষ হয়ে গেলে আর তাদের পাত্তা পাওয়া যায় না ৷ বাথরুম ও ঠিকমতো না থাকার ফলে দুর্ভোগ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷
আরও পড়ুনঃ ফুলবাড়িতে সর্ষের তেলের কারখানায় আগুন
ইতিমধ্যেই বুধবার বন্যার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ঘাটালের বিধায়ক শংকর দোলই গোটা এলাকা পরিদর্শন করেন ৷ ঘাটালের বিধায়ক শংকর দোলইয়ের বক্তব্য প্রত্যেক বছরই প্রাকৃতিক বিপর্যয় বন্যার কারণে দুর্ভোগ দেখা দেয় এলাকার মানুষের, কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও এই পরিস্থিতি থেকে স্বস্তি পাচ্ছে গ্রামের মানুষ,কারণ যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে, তাতে আগামী দিনে এই বন্যা পরিস্থিতি থেকে গ্রামবাসীকে উদ্ধার করতে পারবে রাজ্য সরকার ,এটাই আশা করা যাচ্ছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584