চন্দ্রকোনায় বঙ্গধ্বনি কর্মসূচিতে বিধায়ক শ্রীকান্ত মাহাতো, কৃষকের বাড়িতে ঝাড়লেন ধান

0
114

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার বঙ্গধ্বনি কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের কড়সা অঞ্চলের ছোটতাড়া গ্রামে গিয়েছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। ওই গ্রামে গিয়ে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন তাদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনেন এবং তাদের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড তুলে দেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন যে কোন সময় বিপদে আপদে পড়লে তারা যেন তাকে ফোন করে জানায়। তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াবেন।

mla shrikant mahato | newsfront.co
ধান ঝাড়ছেন বিধায়ক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এলাকার উন্নতির দাবিতে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে ডেপুটেশন পাঁচটি গ্রামের বাসিন্দাদের

তিনি ওই গ্রামে এক কৃষকের খামারে গিয়ে তাদের হাতে যেমন রিপোর্টকার্ড তুলে দেন তেমনি তিনি ধান ঝাড়ার কাজে হাত লাগান। যা দেখে বহু মানুষ ভিড় জমায়। বিধায়কের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা। বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন কোন কাজ ছোট নয়, মন দিয়ে প্রতিটি কাজ করা উচিত। তাই এই গ্রামে এসে মানুষের সাথে কথা বলেছি সেই সঙ্গে এক কৃষকের খামারে গিয়ে মেশিনে কিছুক্ষণ ধান ঝাড়ার কাজ করেছি। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা।

তিনি গ্রামবাসীদের বলেন, “আপনাদের উন্নয়নের জন্য কোন চিন্তা করতে হবে না। আপনাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা মুখ্যমন্ত্রীর পাশে থাকুন এবং অসভ্য বর্বর দল বিজেপি কে পরিত্যাগ করুন। বিজেপি বাংলার ভালো চায়না, বাংলার ক্ষতি চায়। তাই বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য আপনারা মুখ্যমন্ত্রীর পাশে থাকুন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here