মানুষের পাশে টিম সোহম

0
80

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনে মানুষের পাশে অভিনেতা ও চণ্ডীপুর বিধান সভার বিধায়ক সোহম চক্রবর্তী, নির্ঝর চৌধুরী ও হাসিখুশি ক্লাব। লক ডাউন শুরুর সময়েই টিম সোহম ও হাসি খুশি ক্লাব কথা দিয়েছিল লকডাউনে মানুষের পাশে তারা সমস্ত রকম সাহায্য নিয়ে থাকবে। সেই কথা তারা পালন করেছে অক্ষরে অক্ষরে।

help people | newsfront.co
ছবি সৌজন্যেঃ সোহমের জন সংযোগ আধিকারিক
needy people | newsfront.co
ছবি সৌজন্যেঃ সোহমের জন সংযোগ আধিকারিক

গত ১২ ই মে থেকে শুরু করে আজ পর্যন্ত, সুদীর্ঘ ৩৪ দিন ধরে বরাহনগর, টবিন রোড অঞ্চলে সর্বমোট ১১০০০ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। খাদ্য সামগ্রী ছাড়াও সরবরাহ করা হয়েছে অক্সিজেন সিলিন্ডার, শববাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স।

team soham | newsfront.co
ছবি সৌজন্যেঃ সোহমের জন সংযোগ আধিকারিক
relief distribute | newsfront.co
ছবি সৌজন্যেঃ সোহমের জন সংযোগ আধিকারিক

আরও পড়ুনঃ মা-ছেলের দিনযাপন

টিম সোহম এবং হাসি খুশি ক্লাব এ ভাবেই অক্লান্ত পরিশ্রম করে দুর্বিষহ করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে মানুষের পাশে থাকছে। করোনা সংক্রান্ত যে কোনও পরিষেবা প্রদানেও পিছপা নয় তারা। আগামী দিনেও সোহম চক্রবর্তীর অনুপ্রেরণায় এ ভাবেই মানুষের পাশে থাকবে টিম সোহম ও হাসি খুশি ক্লাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here