বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে ধুলাউড়ি অঞ্চলে খোলা হল কমিউনিটি কিচেন

0
122

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় ৬৩ নং রানিনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে ধুলাউড়ি পঞ্চায়েত প্রধান আঙ্গুরা বিবির ব্যবস্থাপনায় কমিউনিটি কিচেনের ফিতে কেটে উদ্বোধন করলেন বিধায়ক সৌমিক হোসেন সহ নেতৃত্ব গণ।

inauguration of community kitchen | newsfront.co
কমিউনিটি কিচেন উদ্বোধন। নিজস্ব চিত্র
mla soumik hossain | newsfront.co
নিজস্ব চিত্র

বিধায়ক হওয়ার আগে থেকে সৌমিক হোসেন রাণীনগর বিধানসভায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সমস্যার সময়ই।খবর পেলেই ছুটে গেছেন অসহায় পরিবারের পাশে, অর্থ থেকে শুরু করে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক সৌমিক হোসেন।বিধায়ক হওয়ার পরেও একাধিক পদক্ষেপ নিয়েছেন রাণীনগর বিধানসভার জনগণের জন্য। সেফ হোম থেকে শুরু করে খাদ্য সামগ্রী সহ ইসলামপুর বাসস্ট্যান্ড পরিষ্কার করার মতো কাজও তার নেতৃত্বেই।

mla soumik hossain | newsfront.co
সৌমিক হোসেন, বিধায়ক। নিজস্ব চিত্র

এদিন আবার অসহায় পরিবারের কথা মাথায় রেখে শুরু করলেন কমিউনিটি কিচেন। যার মাধ্যমে রাণীনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলের প্রায় তিনশো অসহায় পরিবারকে রান্না করা খাবার বাড়ি বাড়ি সরবরাহ করা হবে, জানান বিধায়ক সৌমিক হোসেন।

আরও পড়ুনঃ বড়ঞা গ্রামীণ হাসপাতালে খোলা হল কোভিড সহায়তা কেন্দ্র

covid relief | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আলো ট্রাস্ট ও স্বপ্নের বাংলা সংগঠনের উদ্যোগে সুন্দরবনের নামখানা এলাকায় ত্রাণ বিলি

তিনি আরো বলেন যে, আমার নেতা অভিষেক ও আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই দুর্দিনে যেন আমার বিধানসভার কোনো মানুষ না খেয়ে থাকেন, সেই জন্যই আমার এই উদ্যোগ। এই কমিউনিটি কিচেন বিধানসভার সমস্ত অঞ্চলেই চালু হবে বলে জানিয়েছেন বিধায়ক। এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে বিশিষ্টমহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here