নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক সৌরভ চক্রবর্তী।
জানা গেছে, লাগাতার ভারী বর্ষণের ফলে আলিপুরদুয়ার শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে শুক্রবার আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জায়গায় জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী। এখনও বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে রয়েছে। জল নিষ্কাশন ব্যবস্থা কী করে উন্নত করা যায়, সে জন্য তিনি এলাকা ঘুরে দেখেন।
আরও পড়ুনঃ জেলাশাসককে স্মারকলিপি এস এফ আইয়ের
গতদুদিন ধরে এই এলাকায় টানা বৃষ্টি চলছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭৬.২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। হাসিমারাতে বৃষ্টি হয়েছে ১৯৫ মিমি। নিকাশি ব্যবস্থা সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে একটি মাষ্টার প্ল্যানের দাবি জানিয়ে এসেছিল বাসিন্দারা। কিন্তু তা হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584