সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
রাম নবমীর মিছিলে মাস্ক পড়ে যাওয়ার নির্দেশ বিধায়কের। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কর্মী সমর্থকদের এমনই বার্তা দিয়েছেন। যারা রামনবমী মিছিলে যোগ দেবেন তারা অবশ্যই যেন ‘মাস্ক’ পড়ে আসেন। এই বার্তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই যখন জমায়েত হতে নিষেধ করছে সেখানে জিতেন্দ্রবাবু পরোক্ষে জমায়েত করার পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে দিঘায় মাইকিং প্রচার প্রশাসনের
হরিপুরের একটি দুর্গা মন্দিরের শিলান্যাস করতে গিয়ে জিতেন্দ্রবাবু বলেন, কোনো সভা সমাবেশ বা জমায়েতের আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে তার পরেও যারা রামনবমী মিছিলে যোগ দিতে চান তারা অবশ্যই মাস্ক পড়ে আসবেন।
কিন্তু সরকার যখন জমায়েত নিষেধ করছে তখন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন কেন? এ প্রশ্নের উত্তরে জিতেন্দ্রবাবু বলেন,”অনেক আগে থেকেই এই অনুষ্ঠান ঠিক ছিল তাই পিছিয়ে দেওয়া হয়নি”।
বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই অভিযোগ করে বলেন, “সরকার জমায়েত হতে নিষেধ করলেও জিতেন্দ্রবাবু পরোক্ষে ভাবে মাস্ক পরে জমায়েত করতে বলছেন”। কটাক্ষ করে তিনি এও বলেন, পায়ের তলায় জমি নেই দেখেই তৃণমূল করোনা ভাইরাস থেকেও রামনাম করা জরুরি মনে করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584