নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
হুগলির সাংসদ লকেট চট্টোপাধায়ের পর ফের করোনার হানা পদ্ম শিবিরে। রবিবার বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর ও গলা ব্যথা সহ করোনার একাধিক উপসর্গ ছিল তাঁর। সন্দেহ দূর করতে চিকিৎসকের পরামর্শে শনিবার মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য লালারসের নমুনা দিয়েছিলেন স্বাধীনবাবু।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়া ব্লকে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল কংক্রিটের ব্রিজ
রবিবার সকালে হাসপাতালের পক্ষ থেকে বিধায়ককে জানানো হয়েছে, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে বিধায়ক কোভিড হাসপাতালে নয়, আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত কয়েকদিনে তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন, তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রবিবার মালদহে নতুন করে ৪৫ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584