রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

0
142

মনিরুল হক, কোচবিহারঃ

নিজেদের সরকারের প্রশাসনকে কাঠগড়ায় তুলল শাসক দলেরই বিধায়ক উদয়ন গুহ। উদয়নবাবু তার ফেসবুক ওয়ালে এক নাবালিকা বিয়ে সংক্রান্ত বিষয় বলতে গিয়ে প্রশাসনের গাফিলতির কথা উল্লেখ করেছেন।উদয়নবাবুর এই মন্তব্যকে বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে।

udayan guha | newsfront.co
উদয়ন গুহ। ফাইল চিত্র

বিজেপির বক্তব্য, উদয়ন বাবু যে দলের বিধায়ক সেই দল রাজ্যের শাসন ক্ষমতায়। কাজেই ব্যর্থতার দায় তিনিও এড়াতে পারেন না।তৃণমূল বিধায়ক উদয়ন গুহ তার ফেসবুক ওয়ালে লিখেছেন,”প্রশাসনের গাফিলতিতে বিয়ে হল আবুতারায় বিজেপি বুথ সভাপতির নাবালিকা মেয়ের।”

এ সম্পর্কে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সুদেব কর্মকার বলেন, যদি এধরনের ঘটনা হয়েই থাকে তবে তা অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা। তবে এর দায় বিধায়ক উদয়ন গুহ এড়াতে পারেন না। এক্ষেত্রে দুয়ারে সরকার বলতে রাজ্যজুড়ে যে কর্মসূচি চলছে প্রকৃতপক্ষে সেই কর্মসূচিও ব্যর্থ। কারণ রাজ্য সরকারের প্রশাসন মানুষকে সচেতন করতে পারেনি।

আরও পড়ুনঃ জনমত সমীক্ষার তত্ত্বকে অস্বীকার অধীরের

যদিও দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও জয়ন্ত দত্ত বলেন, বিষয়টি গতরাতে জানতে পেরেই একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে দেখা গিয়েছে ওই মেয়ের সাবালিকা হতে মাস দুয়েক বাকি রয়েছে। মেয়ের বাবা প্রদীপ সরকার মুচলেকা দিয়েছেন আঠারো বছর বয়স সম্পন্ন না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ের পর বাবার বাড়িতেই থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here