নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২ আগস্ট থেকে টানা একশো দিন জনসংযোগ কর্মসূচির উদ্যোগ নিয়েছে তৃণমূল।
প্রতিটি এলাকার বিধায়করা নিজের বিধায়ক এলাকার প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে কম করে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবেন। গ্রামের সমস্যা মানুষের অভাব অভিযোগের কথা বিধায়কের শুনবেন। বিধায়করা তাদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন গ্রামবাসীদের। জনসংযোগ সংক্রান্ত প্রতিদিনের রিপোর্ট জেলা সভাপতি এবং রাজ্য সভাপতির কাছে জমা দিতে হবে।
বিধায়কের যখন এই জনসংযোগ কর্মসূচি করবেন প্রয়োজনে গ্রামে কর্মীদের বাড়িতে থেকে এই কাজ তাদের করতে হবে। বিধায়ক দের এই ১০০ দিন ধরে যন্ত্রপ্রকৌশল সংযোগ করার পর দলের অন্যান্য কর্মীরা একইভাবে গ্রামে গিয়ে জনসংযোগ কর্মসূচি করবেন।
আরও পড়ুনঃ জেলাশাসকের উদ্যোগে লোধা-শবরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে শিবির
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এ কর্মসূচির কথা জানালেন পশ্চিম, মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। লোকসভা ভোটে তৃণমূলের ফলাফল তুলনামূলক খারাপ হওয়ার পর কর্মীদের তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই দলের এই উদ্যোগ বলে মনে করছেন অভিজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584