মালদা :পার্কিং নিয়ে বিবাদের জেরে মালদা জেলার ইংরেজবাজার থানার মহদিপুর সীমান্তে দাঁড়িয়ে থাকা চারটি লড়িতে আগুন ধরিয় দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ।
পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পার্কিং এ দাঁড়িযে থাকা একটি চাল বোঝায় লড়িত কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। লড়িটি পুড়তে থাকলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ঘটনায় পাশের একটি লড়িতে আগুন ধড়লে স্থানীয়রা নিয়ন্ত্রনে আনে। ঘটনায় বুধবার সকালে আরো একটি লড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পুলিশ ও দমকল গিয়ে পরিস্থি স্বাভাবিক করে। এই বিষয়ে জেলা ব্যবসায়ি সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, দীর্ঘদিন ধরে মহদিপুরে পার্কিং নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। তিনি জেলা শাসককে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584