রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি জন্য সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটির পক্ষ থেকে শনিবার আদালত চত্বরে আয়োজন করা হয় ন্যাশনাল লোক আদালতের। সর্বমোট চারটি বেঞ্চের মাধ্যমে প্রায় ১৭৭৮টি মামলার নিষ্পত্তি করা হয় আজ। যার মধ্যে একটি বেঞ্চ ছিল ভ্রাম্যমান লোক আদালত বেঞ্চ যেখানে বিভিন্ন ধরনের মামলার মধ্যে নিষ্পত্তি হয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মোটর ভেহিকেল অ্যাক্ট মামলা, এনজিআর মামলা। এই মামলা গুলি মানুষের সুবিধার্থে তৎক্ষণাৎ নিষ্পত্তি করা হয়। এই ভ্রাম্যমান লোক আদালতটি বসেছিল কান্দি বাস স্ট্যান্ড এর কাছে। এই ভ্রাম্যমান লোক আদালতে বিচারকের আসন গ্রহণ করেছিলেন কান্দি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত সরকার। এই ভ্রাম্যমান লোক আদালতে উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি শ্রী সুভাষচন্দ্র ঘোষ।
অন্যদিকে কান্দি আদালত চত্বরে তিনটি বেঞ্চের আয়োজন করা হয়। এই তিনটি বেঞ্চে ব্যাংকের অনাদায়ী ঋণ, বিএসএনএলের অনাদায়ী বকেয়া বিল ও কোর্টের দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার নিষ্পত্তি করা হয়। তিনটি বেঞ্চের মধ্যে প্রথম বেঞ্চে বিচারকের আসন গ্রহণ করেছিলেন কান্দি আদালতের অতিরিক্ত জেলা দেওয়ানী ও দায়রা বিচারক শ্রীমতি সোমা মজুমদার, দ্বিতীয় বেঞ্চে বিচারকের আসন গ্রহণ করেছিলেন কান্দি আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দেওয়ানি বিচারক শ্রী সঞ্জয় রঞ্জন পাল এবং তৃতীয় বেঞ্চে বিচারকের আসন গ্রহণ করেছিলেন কান্দি আদালতের দেওয়ানী বিচারক শ্রী গনেশ দাস। এই লোকাদালতের মাধ্যমে অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার উপকৃত সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584