রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বহরমপুর বাসস্ট্যান্ড চত্বরে মঙ্গলবার রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার ৫১টি মোবাইল।
বুধবার সকাল এগারোটা নাগাদ সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার জানান যে, দীর্ঘদিন থেকেই মোবাইল ফোন চুরির অভিযোগ জমা পরে বিভিন্ন পুলিশ দপ্তরে।
গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করার পর জানতে পারা যায় তার নাম মহঃ নাসিম সেখ (২৬)। বাড়ি মালদার জেলার কালিয়াচকের খাসরামপুর । ধৃত ব্যাক্তি কে তল্লাশির পর একান্নটি মোবাইল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ওন্দায় কয়লা বোঝায় লরির সাথে বাইকের ধাক্কা, মৃত ২
একই সাথে অতিরিক্ত জেলা পুলিশ সুপার জানান যে, উদ্ধার হওয়া মোবাইলগুলি যাদের, খোঁজ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। তাদের মধ্যে কয়েক জনের নাম ও ঠিকানা পাওয়া গিয়েছে।
এই মোবাইল চুরি চক্রের আরও কেউ যুক্ত আছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃত অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584