সুদীপ পাল,বর্ধমানঃ
সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনা।’ কিন্তু সুনীলবাবুর সেই কথা ভুল প্রমাণ করে ভাতাড় থানার কলপুকুর পাড় এলাকার মোবাইল চোর চুরি করে নিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ফোনের চার্জার ফেরত দিয়ে কথা রাখল।
গত বৃহস্পতিবার রাতে বর্ধমানের ভাতারের বাসিন্দা পেশায় লটারী বিক্রেতা সজন মিঞার ঘর থেকে চুরি যায় তার মোবাইল এবং মোবাইলের চার্জার। চোর মোবাইলের সিম দুটি খুলে রেখে যায়। লিখে যায় একটি ইংরেজি হরফে বাংলা চিঠি। তাতে লেখা ছিল, টেনশন নেবার কিছু নেই, একমাসের মধ্যে ফোন সে ফেরত দিয়ে যাবে। মোবাইলটি তার খুব প্রয়োজন। বিষয়টি নিয়ে ভাতার থানায় অভিযোগ জানান সজন। পুলিশ তদন্তেও নামে।
সেই মোবাইল ফেরত এল। একমাসের মধ্যে ফেরত দিয়ে যাওয়ার কথা দিয়ে তিন দিনের মাথাতেই সেই চোর সজন মিঞার গোয়ালঘরে রেখে দিয়ে গেল মোবাইলটি। সজন মিঞা এরপরই ভাতাড় থানায় গিয়ে তাঁর দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন। মোবাইল হাতে এল তবে ফাঁস হল না চুরির রহস্য।
আরও পড়ুনঃ এক মাসের জন্য প্রয়োজন তাই লিখে রেখে ফোন চুরি ভাতারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584