‘মুক্তিধারা’য় মডেল গ্রাম কাটোয়া-কালনায়

0
149

শ্যামল রায়,কালনাঃ

উপার্জনের দিশা দেখাতে মুক্তিধারা প্রকল্পে কালনা কাটোয়া মহকুমার কয়েকটি গ্রাম পঞ্চায়েতকে মডেল  ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে।মঙ্গলবার পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে পূর্ব বর্ধমান জেলায় উপার্জনের দিশা দেখাতে আটটি গ্রামকে মডেল ভিলেজ বানাবে জেলা প্রশাসন।
এর মধ্যে আমাদের পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতি রয়েছে। পঞ্চায়েত সমিতির দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর মডেল ভিলেজ হিসাবে গড়ে উঠবে।তিনি জানিয়ে দিয়েছেন যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন মডেল ভিলেজ বানাতে যে উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতিরও একটি গ্রাম রয়েছে।মডেল ভিলেজে মানুষ সুযোগ সুবিধা পাবে কৃষি ক্ষেত্রে উদ্যান পালনে প্রাণী পালনে মাছ চাষে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এবং বেকার যুবকদের দিশা দেখানোই হবে প্রধান লক্ষ্য।
সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে,জেলা স্বনিযুক্তি ও স্বনির্ভর দফতরের উদ্যোগে মুক্তিধারা প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে ক্ষেত্রে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মডেল ভিলেজ’ গড়ে তোলার কাজ হবে।
তিনি আরও জানিয়েছেন যে প্রতিটি গ্রামে পুরুষ ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি বেকার যুবক যুবতীরাও কাজ করবেন।প্রতিটি মহকুমা থেকে দুটি করে গ্রামে মডেল তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে।পূর্বস্থলী১ পঞ্চায়েত সমিতির দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রাম,মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বাঘাসন পঞ্চায়েতের হোসেনপুর গ্রাম, কাটোয়া১ পঞ্চায়েত সমিতির শ্রীখন্ড গ্রাম পঞ্চায়েতের শ্রীখন্ড গ্রাম ও কাটোয়া২ পঞ্চায়েত সমিতির পলসোনা গ্রাম পঞ্চায়েতের রোনডা   মডেল ভিলেজ হবে।
প্রাথমিকভাবে কাটোয়া কালনা মহকুমায় চারটি গ্রামকে মডেল ভিলেজ গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছে।ইতিমধ্যে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত একটি পুকুরে মাছ চাষ করা শুরু হয়ে গিয়েছে।
নব নির্বাচিত উপপ্রধান প্রণব কান্তি রায়চৌধুরী জানিয়েছে যে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা এবং পর্যাপ্ত পানীয় জল সহ একাধিক উন্নয়নমুখী কাজ শেষ হয়ে গিয়েছে।তাই উপার্জন কর্মসংস্থানমুখী প্রকল্পের মধ্যে দিয়ে এলাকার মানুষদের আর্থিকভাবে উন্নয়নের কাজ হাতে নেওয়া খুবই জরুরী মুক্তিধারা প্রকল্প তার মধ্যে অন্যতম।তিনি আরও জানিয়েছেন যে হরিপুর গ্রামে ইতিমধ্যেই মাছের খাবার তৈরি একটি প্ল্যান্ট বসানো হয়ে গিয়েছে এর জন্য ১০৬ জনকে প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে।প্রশাসনিক সূত্রে আরো জানা গিয়েছে যে মডেল ভিলেজ বলতে সমস্ত ধরনের উন্নয়নমুখী কাজ এখানে হবে এবং আগামী সেপ্টেম্বরের প্রথম থেকে সমস্ত ধরনের উপার্জনমুখী কর্মকান্ডে প্রশিক্ষণ শুরু হয়ে যাবে।জেলা স্বনির্ভর ও স্বনিযুক্তি প্রকল্পে আধিকারিক  সৌমনা বন্দোপাধ্যায় জানিয়েছেন যে মহিলা ও পুরুষ স্বনির্ভর দল এবং বেকার যুবক যুবতীরা কৃষি প্রাণী পালন উদ্যানপালন মাছ চাষ প্রভৃতি কাজে যুক্ত থাকবেন এর ফলে উপার্জনের পথ তৈরী করাই হবে আমাদের মুক্তিধারা প্রকল্পের প্রধান লক্ষ্য আর এই মুক্তিধারা প্রকল্প বিভিন্ন দফতরকে এই প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে।
এই প্রকল্প চালু হতেই খুশির হাওয়া বইছে বিভিন্ন গ্রামে।কাটোয়া২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মডেল গ্রাম তৈরির কাজ শুরু হতেই খুশিতে মেতে উঠেছেন এলাকার মানুষ। পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নরেশ চন্দ্র মন্ডল ও পূর্ত দফতরে কর্মদক্ষ সুব্রত মজুমদার জানিয়েছেন যে এখন আমাদের সরকারের প্রধান লক্ষ্য হবে উপার্জনের দিশা দেখানোই তাহলে এলাকার মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন।

আরও পড়ুন: সত্যাদিঘি থেকে তৃণমূল কর্মীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here