জমি হস্তান্তরের অপেক্ষায় অত্যাধুনিক সেন্ট্রাল হোস্টেল

0
85

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি ভবন ক্যাম্পাসের জায়গায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে বাবু জগজীবন রাম হোষ্টেলের অনুকরণে অত্যাধুনিক সেন্ট্রাল হোস্টেল তৈরি হতে চলেছে। সূত্রের খবরে জানা গেছে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে এই হোস্টেল নির্মান করতে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ পাল বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জমি হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। সব কিছু ঠিকঠাক চললে অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই সেন্ট্রাল হোষ্টেলের কাজ খুব তাড়াতাড়িই শুরু হবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেন্ট্রাল হোষ্টেলে থাকবে ১০০টি আসন। রাজ্যে মোট পাঁচটি জেলায় এই ধরণের একটি করে হোষ্টেল তৈরির পরিকল্পনা নিয়েছেন এই দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ইউআইটি ক্যাম্পাস এখানেই প্রস্তাবিত হস্টেল হওয়ার কথা।নিজস্ব চিত্র

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় যথাযথ ভাবে আসছে কিনা গোটা জেলার ক্ষেত্রে তার বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে সমস্ত ব্লক স্তরের আধিকারিকদের। বর্ধমানের একাধিক অনগ্রসর শ্রেণী এলাকায় যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেগুলির মধ্যে অনেক ব্লকই এখনও বরাদ্দকৃত অর্থ কেন খরচ করতে পারেনি তা নিয়েও প্রশ্ন তুলছে প্রশাসন। এই ব্লকগুলির মধ্যে রয়েছে গলসী ১ ব্লক, আউশগ্রাম ১ ব্লক, বর্ধমান ১ ও ২ ব্লক প্রভৃতি।

তবে রাজ্য সরকারের এই অত্যাধুনিক সেন্ট্রাল হোষ্টেল তৈরি একদিকে অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ বাড়াবে তেমনই সমাজের মূল স্রোতের থেকে বিচ্ছিন্ন থাকার প্রবণতা লুপ্ত হবে। আপাতত বর্ধমান জেলার অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা অধীর আগ্রহে অপেক্ষা করছে অত্যাধুনিক সেন্ট্রাল হোষ্টেলের, যেখান থেকে তারা সংগ্রহ করবে বেঁচে থাকার রসদ, আনন্দে থাকার শিক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here