কালনার জিউধারায় অত্যাধুনিক ইকো পার্ক নির্মাণ প্রকল্প

0
198

শ্যামল রায়,কালনাঃ
কালনা শহরের জিউধারা আরএমসি মার্কেটে একটি বড় ধরনের পার্ক গড়ে তোলার স্কিম জমা দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলা শাসকের মাধ্যমে পর্যটন দপ্তরে।বৃহস্পতিবার কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া এই স্কিম জমা দেন।এদিন মিলন দেবঘড়িয়া জানিয়েছেন যে জিউধারা মৌজায় প্রায় দু’কোটি টাকা ব্যয়ে তৈরি হবে একটি পার্ক। পার্কটি গড়ে তোলার জন্য একটি স্কিম জমা দেওয়া হলো।প্রায় আড়াই একর জমির মধ্যে এই পার্কটি করে উঠবে।

eco park 1
পার্ক পরিদর্শনে সরকারি আধিকারিক। নিজস্ব চিত্র

পার্কটিতে থাকবে টয়ট্রেন, কৃত্রিম পাহাড় এবং বিভিন্ন ধরনের শিশুদের খেলার সরঞ্জাম বয়স্কদের অবসরকালী সময় কাটানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা।এছাড়াও থাকবে আটটি কটেজ। থাকবে ক্যান্টিন এবং পার্কের মধ্যে যে জলাশয়টি রয়েছে সেখানে পাড় ঘেঁষে সৌন্দর্যায়ন করা হবে।থাকবে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত।বিডিও মিলন দেবঘরিয়া আশা প্রকাশ করেছেন যে খুব তাড়াতাড়ি এই স্কিমটি অনুমোদন পাবে এবং কাজ শুরু করা সম্ভব হবে।একটা অত্যাধুনিক রুচি সম্মত ইকোপার্ক গড়ে উঠছে এ সিংয়েরকনে,খুব তাড়াতাড়ি সে কাজ শেষ হবে।গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহ আলাদা কটেজ এবং ক্যান্টিন থাকবে এই ইকোপার্কটি তে।ইকো পার্কের মধ্যে রয়েছে জলাশয়।জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থা থাকবে, থাকবে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা।

eco park 2
নিজস্ব চিত্র

প্রায় ৩ একর জমির মধ্যে এই ইকোপার্কটি গড়ে তোলার কাজ চলছে জোর কদমে।এই বিনোদনমূলক পার্কটিতে টয় ট্রেন এবং বোটিংয়ের ব্যবস্থা থাকবে।  আগামী দিন জলাশয়ে কুমির রাখার ব্যবস্থাও থাকবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।তিনি আরো জানিয়েছেন যে এখনকার সময়ে মানুষ বিভিন্ন সময়ে কর্মব্যস্ততার মধ্যে থাকার ফলে তাদের জীবনে অবসরকালীন সময় কাটানো মত ব্যবস্থা নেই তাই এই পার্কটি তে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলের জন্যই এক মনোরঞ্জনের জায়গা হবে সিংয়ের কোন ইকোপার্ক টি।বৃহস্পতিবার তিনি ইকোপার্কে কাজ পরিদর্শন করেন এবং দ্রুত যাতে উদ্বোধন করা যায় তার জন্য তিনি সমস্ত রকম উদ্যোগ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।

eco park 3
নিজস্ব চিত্র

তিনি আরো জানিয়েছেন যে এই ইকো পার্কটি তে আরো ঢেলে সাজানোর জন্য যে অর্থের প্রয়োজন তিনি ইতিমধ্যেই সংসদ সুনীল মণ্ডল স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর কাছে উন্নয়ন তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছেন তিনি আশা প্রকাশ করেছেন ইতিমধ্যেই  ৫০ লক্ষ টাকা হাতে পাবেন এবং কাজ শুরু হবে।এছাড়াও একশো দিনের কাজেও এই ইকোপার্কের উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ দুঃস্থ শিশুদের মুখে হাঁসি ফোটাতে বালার্কের অভিনব প্রয়াস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here