পিয়ালী দাস,বীরভূমঃ
ইলামবাজারের মত প্রত্যন্ত মফস্বলে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের একগুচ্ছ পরিকল্পনা নিয়ে দিনের আলো দেখতে চলেছে চিকিৎসক বিশ্বনাথ আচার্যর স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। বেসরকারি হলেও তা কাজ করবে একদম প্রান্তিক মানুষের জন্য যেখানে বাধা হবে না অর্থ। সাফ কথা চিকিৎসকের।আগামী ২৩শে জানুয়ারি ডায়াগন্স্টিক সেন্টারের মধ্যে দিয়ে হবে উদ্বোধন। আগামী দিনে তা রূপ নেবে মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে।
সকলেই জানেন,ইলামবাজারের ঘুড়িষা গ্রামের প্রগতিশীল মানসিকতার অধিকারী রামগোপাল ব্যানার্জী নিজস্ব অর্থ ব্যয় করে গড়েছেন স্কুল ভবন,বাসস্ট্যান্ডে যাত্রী প্রতিক্ষালয়,আরও অনেক কিছু।মানুষটির গরীব মানুষের প্রতি দান ছিল নিত্যদিনের কর্মকান্ড।বহু গরীব মানুষের ভরসাকেন্দ্র ছিলেন এই মানুষটি।মানুষটি আজ নেই কিন্তু দাদুর দেখানো পথেই এগিয়ে যেতে বদ্ধপরিকর নাতি।বীরভূমের পরিচিত শল্য চিকিৎসক বিশ্বনাথ আচার্য।চিকিৎসকের কথায়, ‘‘দাদুর কড়া নির্দেশ ছিল আমি যেন চিকিৎসক হয়ে গ্রামে বসেই চিকিৎসা করি।দাদুকে কথা দিয়েছিলাম।সেই কথা রাখারই চেষ্টা করছি।’’
চিকিৎসক জানিয়েছেন,রাজ্য বা ভীন রাজ্যের নানান বাণিজ্যিক হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইলামবাজারের মত গ্রামে গড়ে তুলতে চাই সেই সকল বড় হাসপাতালের ছোট সংস্করন। যেখান মানুষ আধুনিক চিকিৎসার সব সুযোগ পাবেন সুলভ মূল্যে।চিকিৎসায় অর্থ কোনো মানুষে বাধা হবে না।সেই সঙ্গে এই চিকিৎসক ও তাঁর চিকিৎসক স্ত্রী সপ্তাহে একদিন করে বিনামূল্যে রোগী দেখবেন,মজুদ থাকা ওষুধ সরবারহ করবেন বিনামূল্যে এবং প্রয়োজনে বড় কোনো অস্ত্রপ্রচার বা বিশেষ চিকিৎসাও প্রদান করা হবে যৎসামান্য মূল্যের বিনিময়ে।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584