নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
“ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বাংলাদেশ”- বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনার সঙ্গে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, ‘‘বাংলাদেশ বরাবরই ভারতের ‘নেবার ফার্স্ট’ নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের সরকারও সেই সম্পর্ক দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ।“ এদিন, দুই রাষ্ট্রনেতা যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ প্রসঙ্গে মোদী বলেন, ‘‘এটা আমার কাছে গর্বের যে, মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপর তৈরি ডিজিটাল প্রদর্শনী রিলিজ করছি আমি। আমাদের তরুণ প্রজন্মকে ওঁরা উদ্বুদ্ধ করতে থাকবেন।“
আরও পড়ুনঃ কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ সুপ্রিম কোর্টের
করোনা অতিমারী মোকাবিলায় ভারত ও বাংলাদেশের মধ্যে ভাল সমন্বয় রয়েছে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ১৯৭১ সালের যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী এবং হাসিনা বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ তথা স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন।
আরও পড়ুনঃ আগামী সপ্তাহেই করোনার ভ্যাকসিন নিচ্ছেন বিডেন
এর আগে, গত মে মাসে মোদী-হাসিনা ফোনে কথা হয়েছিল। এক টুইটবার্তায় মোদী জানিয়েছিলেন, “প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে কথা হয়েছে, তাঁকে ও বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়েছি। আমফানের প্রকোপ ও কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই সংকটের সময় বাংলাদেশকে ভারত প্রয়োজনীয় সবরকম সহায়তা করতে প্রস্তুত বলে আশ্বস্ত করেছি।“ এদিন মোদী এবং হাসিনা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা সংক্রান্ত একটি চুক্তিও সই করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584