প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে মুখোমুখি রাজস্থান রয়েলস ও গুজরাট টাইটান্স

0
52

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আর কয়েক ঘন্টা পর

গত দু’মাস ধরে থেকে চলতে থাকা আইপিএল টি-টোয়েন্টি ২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি দুই যুযুধান হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়েলস মধ্যে ।উল্লেখ ১৪ বছর আগে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সঞ্জু  স্যামসন এই রাজস্থান রয়েলস সেই সময় দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন । এ বছরে থাইল্যান্ডের হৃদরোগে আক্রান্ত হয়ে  মারা যান এই কিংবদন্তি লেগ স্পিনার ।

ছবিঃ টুইটার 

শনিবার ফাইনাল জিতে শেন ওযার্নে কে উৎসর্গ করার সুযোগ হাতছাড়া করতে চাইবেনা সঞ্জু স্যামসনরা।   এ বছর দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়েলস পুরো দল তারা লীগ তালিকায় দুই নম্বরে শেষ করে । রাজস্থান রয়েলসের ওপেনার ব্যাটসম্যান জশ বাটলার, সঞ্জু স্যামসন দুর্দান্ত ফর্মে রয়েছে । এছাড়া লেগ স্পিনার  যাজুবেন্দ্র চাহল, রবীচন্দ্রন অশ্বিন দারুণ ফর্মে সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা দারুন  বল করেছেন এই সিজনে । এ বছর নতুন দল গুজরাট টাইটান্স র অধিনায়ক চোট কাটিয়ে ফর্মে রয়েছে  অধিনায়ক হার্দিক পান্ডিয়া ।এবছর আইপিএলে ৪৫৩ রান করেছে । তাছাড়া তার নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করে শুবমান গিল, বাংলার ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার ও রশিদ খানরা। আইপিএল লিগ টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারের মধ্যে অনুষ্ঠানের ফাইনাল ম্যাচ জিততে বদ্ধপরিকর উভয় দল । এক লক্ষ পঁচিশ হাজার দর্শকের সামনে নিজেদের ঘরের মাঠে আইপিএল ট্রফি জয় করে সমর্থকদের উৎসর্গ করতে চাইবে গুজরাট টাইটান্স ।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন লিগ ফাইনাল প্রথমবার নির্দিষ্ট সময়ের পর ম্যাচ শুরু হলো

জানা গিয়েছে যে শনিবার ফাইনাল ম্যাচে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  স্টেডিয়ামে বসে ফাইনাল ম্যাচ দেখবেন। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে গত তিনটি আইপিএল কোয়ালিফায়ার ম্যাচ যে ধরনের বাউন্সিং পিচে খেলতে অভ্যস্ত ছিল এই দুই দলের খেলোয়াড়দের জন্য একটু অন্যরকম পিচ অপেক্ষা করছে । ফাইনালে আমেদাবাদে নরেন্দ্র মোদির ক্রিকেট স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই যেমন জস বাটলার শুবমান গিল, সঞ্জু স্যামসন,ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া সাথে সাথে মোহাম্মদ সামি, প্রসিদ্ধ কৃষ্ণ , রবীচন্দ্রন অশ্বিন , যাজুবেন্দ্র চাহল ও রশিদ খানের ওপর।ওদিকে সকলের নজর থাকবে টানটান উত্তেজনার ম্যাচের শেষ হাসি কে হাসে সেটা দেখার বিষয়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here