রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় সেবিষয়ে এলাকার পথ চলতি মানুষকে সচেতন করতে এবং “সেফ ড্রাইভ সেভ লাইফ” এই উদ্যগের প্রসারে কান্দি পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার মহলন্দী বাজার সহ সংলগ্ন এলাকায় স্থানীয় গাড়িচালক, সমাজসেবী ও এনজিও র ক্ষুদে সদস্যেদের নিয়ে একটি পদযাত্রায় মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের উন্নয়নের পথে ১১ বছর উদযাপন জলঙ্গীতে
উল্লেখ্য কয়েক বছরে যেভাবে পথ-দুর্ঘটনা, বিশেষ করে বাইক দুর্ঘটনা বেড়ে গিয়েছিল, বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে। আর রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্পের পরই যে এই দুর্ঘটনার সংখ্যা কমেছে প্রশাসন সূত্রে জানা গেছে। ২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাড়িচালক ও পথচারীদের নিরাপত্তার কথা ভেবে এই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’প্রকল্পটি চালু করেন। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে প্রচার অভিযান চালানো হয়। কান্দি পুলিশ প্রশাসনের সেফ ড্রাইভ সেফ লাইফের এই কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584