যুদ্ধে মা-বোনের অনুদানের দৃষ্টান্তে বিজেপি কর্মীদের ‘পিএম কেয়ার্স’-এ দানের আহ্বান মোদির

0
142

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

“অতীতে যুদ্ধের সময় মা-বোনেরা নিজের গয়নাগাটিও দিয়ে দিতেন। এখনকার পরিস্থিতিও কিন্তু যুদ্ধ পরিস্থিতি থেকে কোন অংশে কম নয়। এই লড়াই মানবতাকে বাঁচানোর লড়াই। আমি সমস্ত বিজেপি কর্মীদের অনুরোধ করবো তারা যেন সকলেই ‘পিএম কেয়ার্স’ তহবিলে অনুদান প্রদান করেন এবং প্রত্যেক কর্মীই যেন আরও ৪০ জনকে অনুদানের জন্য অনুপ্রেরণা দেন।”-দেশব্যাপী লকডাউনের মাঝে বিজেপির প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আহ্বান বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে এক ভিডিও বার্তায় মোদি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে দুস্থ ও বিপন্ন মানুষের পাশে থাকার বার্তাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ৫ দফা আবেদন জানান-দুস্থ ও গরিবদের জন্য সেবা কর্মসূচি, পাঁচটি করে ঘরোয়া মুখোশ তৈরি সহ মুখোশ ব্যবহার, স্বাস্থ্য সহ বিভিন্ন জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি, আরোগ্য সেতু অ্যাপ সম্বন্ধে সচেতনতা বাড়ানো ও পিএম কেয়ার্সে আর্থিক অনুদান।

রাজনৈতিক বিশ্লেষকরা নরেন্দ্র মোদির এই ৫ আবেদনকে বিজেপি কার্যকর্তা ও কর্মীদের জন্য ৫ পয়েন্টের মার্কশিট হিসেবে দেখছেন। এখন দেখার বিষয় বিজেপি কর্মকর্তা ও কর্মীরা এই কর্মসূচির অগ্নিপরীক্ষায় কে কতটা সফল হন।(ফিচার ছবি সৌজন্যে: বিজেপি টুইটার অ্যাকাউন্ট)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here