৫৫ মাসে ৯২ বার বিদেশ সফরে মোদীর খরচ ২০২১ কোটি টাকা

0
111

ওয়েবডেস্কঃ

ছবি সৌজন্যে-thewire.in

প্রধানমন্ত্রী হিসাবে নতুন মাইলফলকের সম্মুখীন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে আর যদি দুটো দেশ ভ্রমণ করেন তাহলেই তিনি তাঁর পূর্বসূরি মনমোহন সিংকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশ সফরকারী প্রধানমন্ত্রীর স্থান দখল করবেন। প্রথম স্থানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধী (১১৩ বার বিদেশ সফর)। ৪ বছর ৭ মাসের মেয়াদকালে বিদেশ সফরের ক্ষেত্রে মোদী(৯২) মনমোহন সিংয়ের( ৯৩ বার বিদেশ সফর, পুনরাবৃত্তি সফর সহ) থেকে মাত্র এককদম পিছিয়ে আছেন।

কিন্তু এই তিন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মূল পার্থক্য নিহিত আছে তাঁদের মেয়াদকালে। বর্তমান প্রধানমন্ত্রী বিদেশ সফরের এই ক্রম পার করেছেন বর্তমান বিজেপি সরকারের ৫ বছরের মেয়াদ পূর্ণ করার আগেই। সেখানে মনমোহন সিং সময় নিয়েছেন ১০ বছর , আর ইন্দীরা গান্ধী নিয়েছেন ১৫ বছর।

যদি শুধুমাত্র এয়ারক্রাফট, চার্টার্ড ফ্লাইট ও হটলাইন সুবিধা বহাল রাখার খরচ হিসাব(হোটেল ও অন্যান্য খরচ বাদে) করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ৯২ বার দেশভ্রমণ করতে তাঁর পিছনে খরচ হয়েছে দু’হাজার একুশ কোটি টাকা।

বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং এই তথ্য বিস্তারিত ভাবে জানিয়েছেন বলে ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here